সাভারে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৩০
ঢাকার সাভার উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত ৩০ জন আহতের ঘটনা ঘটেছে। উপজেলার তিন ইউনিয়নে গতকাল বুধবার রাতে এসব ঘটনা ঘটে। ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এবং সদর ইউনিয়নের দেওগাঁও ও চাঁপাইন এলাকায় আহতরা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
হারুরিয়ার ঘটনায় এলাকাবাসী বলছেন, ভাকুর্তা ইউপির এক নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য রহমত আলী সরকার নির্বাচনে পরাজিত হন। এরপর রাতে তাঁর সমর্থকরা বিজয়ী ইউপি সদস্য প্রার্থী চাঁন বাদশার সমর্থক হারুরিয়া এলাকার মহিজ উদ্দিনের বাড়িসহ কয়েকটি দোকানে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ১০ জন আহত হন।
সদরের দেওগাঁওবাসী জানান, নির্বাচনের পর গতকাল রাতে দেওগাঁও এলাকায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল আউয়ালের কয়েকজন সমর্থকের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ১০ জনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। একই ইউনিয়নের চাঁপাইন এলাকায় এক সংরক্ষিত সাবেক নারী ইউপি সদস্যের বাড়িতে হামলা চালিয়ে অন্তত ১০ জনকে আহত করে দুর্বৃত্তরা।
মারধর ও ভাঙচুরের ঘটনায় সাভার মডেল থানায় তিনটি অভিযোগ দায়ের হয়েছে। এর আগে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহ্ আলম।