সাভারে মাদক ব্যবসায়ীদের গুলিতে পোশাক শ্রমিক আহত

Looks like you've blocked notifications!
আশুলিয়ায় মাদক ব্যবসায়ীদের গুলিতে আহত পোশাককর্মী নুর আলম। ছবি : এনটিভি

সাভারে মাদক ব্যবসায়ীদের গুলিতে নুর আলম নামের পোশাক কারখানার এক শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আহত হয়েছে আরো পাঁচজন। গতকাল রোববার রাতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের গাজীরচট আড়িয়ারারমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা জানিয়েছে, গাজীরচট আড়িয়ারারমোড় এলাকার নার্গিস সোয়েটার কারখানায় কাজ করেন অপারেটর নুর আলম। গতকাল রাতে কারখানা ছুটির পরে বাড়ি ফিরছিলেন তিনি। পথে একদল মাদক ব্যবসায়ী নুর আলমকে গুলি করে এবং আরো পাঁচজনকে পিটিয়ে আহত করে। এ সময় ওই পোশাক শ্রমিকদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

পরে স্থানীয়রা গুলিবিদ্ধ ওই শ্রমিকসহ পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গুলিবিদ্ধ পোশাককর্মী নুর আলম জানান, কী কারণে মাদক ব্যবসায়ীরা তাঁকে গুলি করেছে তা তিনি বুঝতে পারছেন না। চারালপাড়া এলাকার মাদক ব্যবসায়ী রিপন, টিপু ও শামিম তাঁকে গুলি করেছে।

তবে আর্থিক লেনদেনের কারণে এ গুলি ও মারপিটের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’