সাভারে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ
সাভারের আশুলিয়ায় যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন আজ রোববার এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন বলেন, ‘অবৈধভাবে কেউ রাস্তা বা খাল দখল করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযানের সময় আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাব উদ্দিন মাদবর, আশুলিয়া পুলিশ ফাঁড়ির এসআই সুদীপ কুমার গোপ প্রমুখ উপস্থিত ছিলেন।