সাভারে সংঘবদ্ধ ধর্ষণসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
সাভারে হেমায়েতপুরে সংঘবদ্ধ ধর্ষণসহ ১১ মামলায় গ্রেপ্তার শেখ ফরিদ। ছবি : এনটিভি

সাভারে হেমায়েতপুরে সংঘবদ্ধ ধর্ষণসহ ১১ মামলার আসামি শেখ ফরিদকে (৪০) বিদেশি পিস্তল ও মাদকসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের জয়নাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার অনু মং।

গ্রেপ্তার হওয়া শেখ ফরিদ সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার আবুল হাশেম মিয়া ওরফে বিষুর ছেলে। তাঁর বিরুদ্ধে নতুন দুটিসহ মোট ১৩টি মামলা রয়েছে।

র‌্যাব জানায়, শেখ ফরিদ গাজীপুর এলাকায় থেকে মাঝে মধ্যেই সাভারের ওই এলাকায় এসে অপরাধ করতেন। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, দুই পোশাক শ্রমিককে গণধর্ষণ, মাদকসহ ১১টি মামলা রয়েছে।

র‌্যাব জানায়, শেখ ফরিদ ওই এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। র‌্যাব সদস্যদের দেখে তিনি পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১০০ পিস ইয়াবাও জব্দ করা হয়।

র‌্যাব-৪-এর সিনিয়র সহকারী পুলিশ  সুপার অনু মং বলেন, ‘গ্রেপ্তার শেখ ফরিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ পৃথক দুটি মামলা করে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।’