সামাজিক দূরত্ব মানাতে স্কুলমাঠে অস্থায়ী বাজার
নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় স্কুলমাঠে বসছে কাঁচাবাজার। উপজেলা প্রশাসন এ উদ্যোগ নিয়েছেন। আজ শুক্রবার প্রথমবারের মতো উপজেলা সদরের পার্বতী উচ্চ বিদ্যালয়ের মাঠে কাঁচাবাজার বসানো হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বলেন, ‘হাটহাজারীতে যেসব কাঁচাবাজার আছে সেগুলোতে ভিড় হচ্ছে। সেখানে গাদাগাদি করে দোকান বসে। লোকজনও গাদাগাদি করে জড়ো হয়ে কেনাকাটা করেন। এতে সংক্রমণের ঝুঁকি প্রবল হওয়ায় বাজার সাময়িকভাবে সরানোর উদ্যোগ নিয়েছি।’
ইউএনও আরো বলেন, ‘পার্বতী স্কুলমাঠে প্রতিটি দোকান বসানো হয়েছে কমপক্ষে ১০ ফুট দূরত্বে। দোকানের সামনে নির্দিষ্ট দূরত্বে সারি মেনে দাঁড়ানোর জন্য বৃত্ত আঁকা হয়েছে। প্রতিদিন ভোর ৫টা থেকে সকাল ১১টা পর্যন্ত বাজার চালু থাকবে। বাজারে তরিতরকারি, শুকনো খাদ্যদ্রব্য, মাছ-মাংসসহ সবকিছুই পাওয়া যাচ্ছে।’
গতকাল বৃহস্পতিবার দিনভর অস্থায়ী বাজার নিয়ে হাটহাজারী এলাকায় মাইকিং করা হয়েছে।
এর ফলে আজ শুক্রবার সকাল থেকে প্রচুর ক্রেতা বাজারে আসেন বলে জানান ইউএনও। তিনি বলেন, ‘হাটহাজারী থানা পুলিশ যথেষ্ট সহযোগিতা দিচ্ছে। আরো কয়েকটি অস্থায়ী বাজার চালুর পরিকল্পনা রয়েছে। আমরা চাই, মানুষ সামাজিক দূরত্ব না মেনে কাঁচাবাজারে যাওয়ার চেয়ে এই অস্থায়ী বাজারগুলোতে আসুক।’