সার্চ কমিটি নিয়ে যা বলছেন বিশেষজ্ঞেরা
নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অন্যান্য নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগে যে ৩২২ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে, তাঁদের মধ্যে অনেকেই যোগ্য বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
তবে, সার্চ কমিটির সদস্যেরা আগামীতে সুষ্ঠু নির্বাচন চান কি না, তার ওপরই নির্ভর করছে কতটা গ্রহণযোগ্য হবে নতুন কমিশন—এমন মত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. কে এম মহিউদ্দিনের। এ ছাড়া প্রস্তাবিত তালিকায় নাম আসা সাবেক প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমানের মতও প্রায় একই রকম।
বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিপর্যায়ে দেওয়া ৩২২ জনের নামের তালিকা গত সোমবার রাতে প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি আছে সাবেক সরকারি কর্মকর্তাদের নাম। আছেন সাবেক বিচারপতি, সশস্ত্র বাহিনীর কর্মকর্তাসহ সুশীল সমাজের প্রতিনিধিরাও। সবমিলিয়ে প্রধানসহ নতুন নির্বাচন কমিশনারদের নিয়োগে কেমন এ তালিকায় থাকা নামগুলো?
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. কে এম মহিউদ্দিন বলেন, ‘সার্চ কমিটি যদি নিরপেক্ষ থাকে, তাদের যদি ইনটেনশন থাকে যে, আমরা আগামীতে সুষ্ঠু, নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন করার মতো কমিশন গঠন করব, তাহলে তাদের চুলচেরা বিশ্লেষণ করে বাছাই করতে হবে। তাদের মধ্য থেকে লোক পাওয়া যাবে না, এ রকম নয়। লোক পাওয়ার মতো কিছু নাম তো অবশ্যই রয়েছে। এখন সার্চ কমিটিকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে, তারা কী ধরনের নির্বাচন কমিশন গঠন করতে চায়।’
‘আস্থাশীল, দায়িত্বশীল নির্বাচন কমিশন গঠন করতে চায় কি না, তাহলে সেভাবে লোক খুঁজতে হবে। এখন কোন দলের পক্ষে বা বিপক্ষে কাজ করবে নির্বাচন কমিশন, এরকম ভাবনা নিয়ে যদি নির্বাচন কমিশন গঠন করতে চায়, তাহলে সেটা নানা ধরনের সংকট তৈরি করবে’, যোগ করেন অধ্যাপক ড. কে এম মহিউদ্দিন।
আর ৩২২ জনের তালিকায় যেমন নাম আছে, তেমনি বিশিষ্ট ব্যক্তি হিসেবেও সার্চ কমিটির সঙ্গে বৈঠক করেছেন সাবেক প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান। বৈঠকে তাঁর ছিল সুনির্দিষ্ট প্রস্তাব।
অধ্যাপক ড. গোলাম রহমান বলেন, ‘যাঁরা এ কমিশনের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে পারবেন, এরকম ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা উচিত। আমরা এও বলেছিলাম—নির্বাচন কমিশনের যে আইন, সে আইনে যথেষ্ট স্বাধীনতা ও ক্ষমতা দেওয়া আছে। সুতরাং, যে ব্যক্তিরা সেখানে কাজ করবেন, তাঁদের যথেষ্টভাবে নিজেদের দায়বদ্ধতা স্বীকার করে কাজ করতে হবে।’
দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য কমিশন গঠনে সার্চ কমিটির সদস্যেরা তালিকার বাইরে থেকেও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে পারেন বলেও মনে করেন বিশেষজ্ঞেরা।