সালথার ঘটনাস্থলে যেতে পারেননি বিএনপিপন্থি আইনজীবীরা 

Looks like you've blocked notifications!
ফরিদপুরের সালথার ঘটনাস্থলে বিএনপিপন্থি আইনজীবীদের আসার খবরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল। ছবি  : এনটিভি

ফরিদপুরের সালথায় ঘটে যাওয়া সহিংসতার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মাওয়া ঘাট থেকে ফিরে এসেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির বিএনপিপন্থি আইনজীবীরা। আজ মঙ্গলবার দুপুরে উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে না গিয়ে ঢাকায় ফেরত যান তাঁরা।

প্রতিনিধি দলে ছিলেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দস কাজলসহ আইনজীবীদের একটি দল। এ সময় তাদের সঙ্গে আরও ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

এ ব্যাপারে শামা ওবায়েদ বলেন, ‘আমাদের জানানো হয় সালথার প্রবেশমুখে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্রসহ পাহারা বসিয়েছে। একইসঙ্গে ওই স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে আমাদের জানানো হয়েছে। এরপর আমরা মাওয়া ঘাট থেকে চলে আসতে বাধ্য হই।’