সালথায় হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন 

Looks like you've blocked notifications!
ফরিদপুরের সালতা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মানববন্ধন করেন মুক্তিযোদ্ধারা। ছবি : এনটিভি

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের বিভিন্ন অফিস, সালথা থানা, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও বঙ্গবন্ধুর ম্যুরালে হামলার প্রতিবাদে সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মানববন্ধন করেন মুক্তিযোদ্ধারা।

 

বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপকমিটির সদস্য ও সংসদ উপনেতার একান্ত সহকারী সচিব মো. শফি উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, ‘প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এটাকে বাধাগ্রস্ত করার জন্য স্বাধীনতাবিরোধী অপশক্তি সারা দেশে সহিংসতা করছে। এরই ধারাবাহিতায় সালথায় তারা হামলা চালিয়েছে। যারা হামলা চালিয়েছে তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সালথার জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করব।’

এর আগে আজ দুপুরে ফরিদপুর জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঝর্না হাসান, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক মোল্যা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত আলী জাহিদ, জেলা আওয়ামী লীগের সদস্য আবু নাইম, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গতকাল সোমবার রাতে গুজব ছড়িয়ে সালথা উপজেলার বিভিন্ন সরকারি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ  ও লুটপাট করে উত্তেজিত জনতা। এ সময় তারা ইউএনও ও এসিল্যান্ডের গাড়ি পুড়িয়ে দেয়। এতে জুবায়ের নামে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।