‘সালাম না দেওয়ায়’ বাগবিতণ্ডা, কিশোরের অস্ত্রের আঘাতে যুবক নিহত
গাজীপুর শহরে তুচ্ছ ঘটনার জেরে কলেজছাত্রের ধারালো অস্ত্রের আঘাতে সাদেক হোসেন (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শহরের মধ্য ছায়াবিথী এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাদেক শেরপুরের ঝিনাইগাতী থানাধীন বাঁকাকোড়া এলাকার শাহ আলমের ছেলে। তিনি মধ্য ছায়াবিথী এলাকার একটি বাসায় ভাড়া থেকে স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার মধ্য ছায়াবিথী এলাকার একটি বাসার সামনে সাদেকের সঙ্গে দেখা হয় ওই কিশোরের। এ সময় সাদেককে সালাম না দেওয়ায় ওই কিশোরের সঙ্গে তাঁর বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে ওই কিশোর উত্তেজিত হয়ে চাপাতি দিয়ে সাদেকের গলার ডান পাশে সজোরে কোপ দিয়ে পালিয়ে যায়। এতে মাটিতে লুটিয়ে পড়েন সাদেক। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
স্থানীয়রা বলছেন, মাদক ব্যবসায় বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।