সাহেদের বিরুদ্ধে এবার জাল টাকার মামলা
রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি গোপন অফিসে এক লাখ ৪৬ হাজার জাল টাকা পেয়েছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ওই ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আজ বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করে এনটিভি অনলাইনকে বলেন, ‘বুধবার দিবাগত গভীর রাতে র্যাব ১-এর কর্মকর্তা মজিবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। সাহেদের গোপন অফিসে অভিযানে গিয়ে জাল টাকা উদ্ধার করা হয়েছে বলে মামলার এজাহারে বলা হয়েছে।’
গতকাল বুধবার ভোরে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব। এর পরই তাঁকে ঢাকায় নিয়ে আসা হয় এবং তাঁকে নিয়ে উত্তরার ওই গোপন অফিসে অভিযান চালানো হয়।
অভিযান শেষে দুপুরে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এনটিভি অনলাইনকে বলেছিলেন, ‘সাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তারের পর ঢাকায় নিয়ে এসে আমরা উত্তরার ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের ৬২ নম্বর সিএইচএল বায়তুল এহসান নামের একটি বহুতল বাসার ৪/এ নম্বর ফ্ল্যাটে অভিযান পরিচালনা করি।’
আশিক বিল্লাহ আরো জানান, ওই অফিস থেকে নগদ এক লাখ ৪৬ হাজার টাকা পাওয়া গেছে। টাকাগুলো জাল। এ ছাড়া কিছু চেক বইয়ের পাতাও পাওয়া গেছে। সেখানে দেখা গেছে, সব চেকের পাতাতেই সাহেদের স্বাক্ষর। কিন্তু একেক পাতায় একেক ধরনের স্বাক্ষর দেখা গেছে।