‘সাড়ে ৩ লাখ টাকার জন্য চীনা নাগরিককে হত্যা’, ২ জন রিমান্ডে
বনানীতে চীনা নাগরিক গাও জিয়ানহুই (৪৩) হত্যাকাণ্ডে দুজনকে চার দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) রাকিবুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফজলুল আসামি দুজনকে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক দুই আসামিকে চার দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া দুই আসামি হলেন- আব্দুর রউফ ও এনামুল হক।
জিআরও দাবি করেন, এদিকে তাঁদের রিমান্ড শুনানির সময় কোনো আইনজীবী ছিলেন না। রিমান্ড শুনানির সময় বিচারক আসামিদের বলেন, ‘আপনাদের কী কিছু বলার আছে?’ উত্তরে তাঁরা বলেন, ‘আমরা ভুল করেছি।’
“বিচারক তখন বলেন, ‘কীভাবে হত্যা করেছেন?’ তখন আসামিরা বলেন, ‘গামছা পেঁচিয়ে তাঁকে আমরা হত্যা করি।’ বিচারক জানতে চান, ‘কত টাকা নিয়ে গেছেন?’ আসামিরা তখন বলেন, ‘তিন লাখ ৪৯ হাজার টাকা তাঁর (নিহত চিনা নাগরিক) কাছ থেকে নিয়ে যাই’”, যোগ করেন জিআরও।
এর আগে গত ১০ ডিসেম্বর খুন হওয়ার পর ১১ ডিসেম্বর পুলিশ বনানী এ-ব্লকের ২৩ নম্বর সড়কের একটি বাড়ির পেছনের খালি জায়গা থেকে মাটিচাপা দেওয়া গাওজিয়াং হুইয়ের লাশ উদ্ধার করে পুলিশ। আসামিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তাঁর লাশ নেবেন না স্বজনরা- এমন পরিস্থিতিতে চ্যালেঞ্জের মুখে পড়ে পুলিশ। আজ বুধবার বনানী এলাকা থেকে সিকিউরিটি গার্ড রউফ ও এনামুলকে গ্রেপ্তারের মধ্য দিয়ে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহার করা গামছা, বালতি, লাশ মাটিচাপা দেওয়ার জন্য গর্ত খোড়ার ব্যবহৃত কাঠের টুকরো উদ্ধার করেছে পুলিশ।
নিহত চীনা নাগরিক পদ্মা সেতুতে পাথর সরবরাহসহ সরকারের কয়েকটি মেগা প্রকল্পে ঠিকাদারি কাজ করতেন।