সাড়ে ৫ ঘণ্টা কারাভোগের পর মুক্ত মাহিয়া মাহি

Looks like you've blocked notifications!
মাহিয়া মাহির পুরোনো ছবি এনটিভির

চিত্রনায়িকা মাহিয়া মাহি গাজীপুরের জেলা কারাগার থেকে মুক্ত হয়েছেন। তিনি আজ শনিবার (১৮ মার্চ) দুপুর ১টা ৫০ মিনিট থেকে সাড়ে ৫ ঘণ্টা কারাগারে ছিলেন। পরে শুনানি শেষে বিকেলে দুই মামলা থেকে জামিন পান মাহি। জামিনের পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে কারাগার থেকে মুক্তি পান।

আজ শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় মুঠোফোনে এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়ে জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুল করিম বলেন, ‘আজ ৭টা ২০ মিনিটে চিত্রনায়িকা মাহিয়া মাহি কারাগার থেকে বের হয়েছেন।’

এর আগে আজ বিকেলে এই জেল সুপার বলেছিলেন, ‘কাগজপত্র রেডি হচ্ছে। সর্বোচ্চ এক ঘণ্টার মধ্যে মাহিয়া মাহি কারাগার থেকে মুক্তি পাবেন।’

এদিকে আজ শনিবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর জামিন দেওয়া হয়। শুনানি শেষে বিচারক ইকবাল হোসেন জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্র এনটিভি অনলাইনকে নিশ্চিত করে বলেন, ‘৯ মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় পুলিশের মামলায় আদালত শুনানি শেষে মাহির জামিন মঞ্জুর করেন।’ 

এর আগে দুপুর দেড়টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালত রিমান্ড না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তার আগে সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিয়া মাহিকে গ্রেপ্তার করে গাজীপুর মহানগর পুলিশ।