সাড়ে ৭ ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল শুরু

Looks like you've blocked notifications!
সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার সকালে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। ছবি : এনটিভি

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে এই নৌপথে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত ২টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

মুন্সীগঞ্জ শিমুলিয়াঘাটের মেরিন কর্মকর্তা আহম্মেদ আলী জানান, নদীতে ঘন কুয়াশা পড়ায় মার্কিং বাতির আলো ঝাপসা হয়ে যায়। এর ফলে ফেরি চলাচল অসম্ভব হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে গতকাল শুক্রবার দিবাগত রাত ২টা থেকে আজ শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত সাড়ে ৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

আহম্মেদ আলী আরো জানান, বর্তমানে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাট এলাকায় চার শতাধিক ছোট-বড় যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।