সিংড়ায় আত্রাই নদীর বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে ফসল

Looks like you've blocked notifications!

নাটোরের সিংড়ায় বিপৎসীমা ছাড়ানো আত্রাই নদীর পানির চাপে শেরকোল ও তাজপুর ইউনিয়নের সংযোগ সড়কের টেমুক নওগাঁ ও রিফুজিপাড়া এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। ফলে তীব্র বেগে পানি ঢুকে পড়েছে বাড়িঘর ও ফসলি জমিতে।

বাঁধ কাম সড়কটি ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই ইউনিয়নের মধ্যকার যোগাযোগ ব্যবস্থা। হুমকির মুখে রয়েছে বাঁধসংলগ্ন বাড়িঘর।

স্থানীয় এলজিইডি কর্মীরা বালুর বস্তা দিয়ে বাঁধ রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আজ বুধবার আত্রাই নদীর পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।