সিগারেট বিক্রি না করায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি তরুণকে হত্যা

Looks like you've blocked notifications!
দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের হাতে নিহত সবুজ গৌড়া। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের হাতে সুবজ গৌড়া (২৫) নামের এক বাংলাদেশি তরুণ খুন হয়েছেন। গত বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আহত হন আরো দুই বাংলাদেশি।

নিহত সবুজ গৌড়া মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরনাচনা গ্রামের মোবারক গৌড়ার ছেলে। তিনি সাত থেকে আট মাস আগে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন। আহতরা হলেন আকবর ও বশীর। তাদের বাড়ি শরীয়তপুর জেলায়।

নিহত সবুজের চাচাতো বোন পলি আক্তার বলেন, ‘গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পরে দক্ষিণ আফ্রিকা থেকে সবুজের রুমমেট নাজমুল ইসলাম দেশে ফোন করে জানান যে দক্ষিণ আফ্রিকায়ও লকডাউন চলছে। এজন্য সেখানে দোকানে সিগারেট ও তামাকপণ্য বিক্রি নিষিদ্ধ। সে দেশের এক দুর্বৃত্তর কাছে সিগারেট বিক্রি করতে না চাইলে সবুজকে মারাত্মকভাবে কুপিয়ে হত্যা করেন। এ সময় বশীর ও আকবর নামের আরো দুই বাংলাদেশি আহত হন।’

নিহত সবুজের খালাতো ভাই রাশেদুল ইসলাম শাওন বলেন, ‘এই করোনার সময়ে সারা বিশ্ব একটি বিশেষ পরিস্থিতিতে রয়েছে। সরকার নিহত সবুজের লাশটি যেন আমাদের কাছে এনে দেওয়ার ব্যবস্থা করে।’