সিটির ভোট পর্যবেক্ষণে ২২ প্রতিষ্ঠানের ১০১৩ জন

Looks like you've blocked notifications!

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট পর্যবেক্ষণ করবেন ২২টি সংস্থার মোট এক হাজার ১৩ জন পর্যবেক্ষক। তাঁদের ভেতরে উত্তরে ৫০৩ ও দক্ষিণে ৪৫৭ জন পর্যবেক্ষক থাকবেন। আর কেন্দ্রীয়ভাবে থাকবেন ৫৩ জন।

আজ সোমবার ইসির যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান এনটিভি অনলাইনকে এই তথ্য জানিয়েছেন।

ফরহাদ আহমেদ খান বলেন, ‘২২টি নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থার মোট এক হাজার ১৩ জনকে ভোট পর্যবেক্ষণ করার অনুমোদন দেওয়া হয়েছে। ইসির আইন অনুযায়ী তাঁরা পর্যবেক্ষণ করবেন।’

যেসব প্রতিষ্ঠান পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবে, সেগুলো হলো জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ), সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, এসডাপ, কর্মায়ন, ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, সমাজ উন্নয়ন প্রয়াস, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ-বামাসপ, বিবি আছিয়া ফাউন্ডেশন, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর-ডর্প, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন ও রূপনগর শিক্ষা স্বাস্থ্য সহায়তা ফাউন্ডেশন (রিহাফ)।

এ ছাড়া ইয়ুথ ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, তৃণমূল উন্নয়ন সংস্থা, মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা-মওসুস, অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট অব বাংলাদেশ, হিউম্যান রাইটস ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট, মুভ ফাউন্ডেশন, লুৎফর রহমান ভূঁইয়া ফাউন্ডেশন (এলআরবি), পিস অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-পিডিও, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এবং কোস্ট (কোস্টাল অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল ট্রান্সফারমেশন) ট্রাস্ট।