সিটি করপোরেশনের খোঁড়াখুঁড়িতে ভাঙলো জবির সীমানাপ্রাচীর

Looks like you've blocked notifications!
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ড্রেন নির্মাণের কাজ করতে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীর ও কর্মচারীদের ঘর আজ সোমবার বিকেলে এভাবেই ভেঙে পড়ে। ছবি : এনটিভি অনলাইন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ড্রেন নির্মাণের কাজ করতে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সীমানাপ্রাচীর ও কর্মচারীদের ঘর ভেঙে পড়েছে। এতে বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। আজ সোমবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শাঁখারিবাজারে রাস্তার পাশে ভেঙে পড়ে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর ও কর্মচারীদের ডরমিটরির একাংশ। এতে ড্রেনের পানিতে ঘরের আসবাবপত্র ডুবে আছে।

কর্মচারীরা জানান, আজকে বিকেলের দিকে দেওয়াল ও ঘর ভেঙে পড়ে। ভাঙার সময় কেউ ঘরে ছিল না। তাই হতাহতের ঘটনা ঘটেনি। তবে ড্রেনের পানিতে অনেক জিনিসপত্র পড়ে নষ্ট হয়ে গেছে। এখন কোথায় থাকবো, এটাও সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দ্রুত কিছু না করলে সমস্যায় পড়বো আমরা।

এ বিষয়ে সিটি করপোরেশনের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ প্যারিশ বলেন, ‘বিষয়টি আমরা দেখেছি। ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে আসতে বলা হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এ কাজের সঙ্গে জড়িত ঠিকাদার সোহেল মিয়া বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। দুই এক দিনের মধ্যে আমরা নতুন করে দেওয়াল করে দেবো।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘সিটি করপোরেশন কাজ করতে গিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাচীরসহ কর্মচারীদের ঘর ভেঙে ফেলেছে। আমরা সিটি করপোরেশনকে জানিয়েছি। তারা নিরাপত্তা হিসেবে আপাতত আজ টিনের বেড়া লাগিয়ে দেবে। ধসে যাওয়ার সময় সবাই ঘরের বাইরে ছিল বলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’