সিটি মেয়রের অনুরোধে খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত
খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের অনুরোধে চিকিৎসকদের টানা চার দিনব্যাপী কর্মবিরতি সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। আজ শনিবার (৪ মার্চ) বিএমএ খুলনা জেলা নেতৃবৃন্দ এবং সিটি মেয়র যৌথভাবে এ ঘোষণা দেন।
সকাল ১০টার দিকে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক ডা. রাশিদা সুলতানার নেত্বেত্বে বিএমএ এর একটি দল কাজী আজাহার আলী মিলনায়তনে বৈঠক করেন।
দুই ঘণ্টার বৈঠক শেষে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক চিকিৎসকের ওপর হামলার ঘটনার নিন্দা প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আমার অনুরোধে বিএমএ আজ এখন থেকে কর্মবিরতি সাত দিনের জন্য স্থাগিত করেছে।’
বিএমএ খুলনা জেলার সভাপতি ডা. শেখ বাহারুল আলম বলেন, ‘দীর্ঘ আলোচনা শেষে সিটি মেয়রের আশ্বাসে সাত দিনের জন্য কর্মবিরতি স্থগিত করছি। তবে, বিকেলে জরুরি সভা অনুষ্ঠিত হবে।’
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি রাতে শেখপাড়ায় হক নার্সিং হোমে অপারেশন চলার সময় সাতক্ষীরার পুলিশের এএসআই নাইমুজ্জামান অপারেশন রুমে প্রবেশ করে ডা. নিশাত আবদুল্লাহর ওপর হামলা করে। এই ঘটনায় বিএমএ জরুরি সভা করে ১ মার্চ থেকে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে কর্মবিরতি পালন করে আসছিল।