সিরাজগঞ্জে অজ্ঞান পার্টির ২ সদস্য গ্রেপ্তার, স্বর্ণ উদ্ধার

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জে গ্রেপ্তারকৃত অজ্ঞানপার্টির দুই সদস্য। ছবি : এনটিভি

সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর থেকে বিদেশফেরত এক বাসযাত্রীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া ১৮ ভরি স্বর্ণসহ অজ্ঞানপার্টির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২-এর সদস্যরা। আজ রোববার সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাব-১২-এর হেডকোর্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত  অজ্ঞানপার্টির দুই সদস্য হলেন ঢাকা জেলার আশুলিয়া থানার শ্রীকান্ডিয়া গ্রামের রফিকুল ইসলাম (৪৫) ও গাজীপুর জেলার কালিগঞ্জ থানার মূলগাঁও গ্রামের শ্রী দীপকচন্দ্র বর্মণ (৪৪)।

র‌্যাব-১২-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, গত বছরের ২ অক্টোবর বিকেলে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে বিদেশফেরত বাসযাত্রী ইব্রাহিম হোসেনকে অজ্ঞান করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয় অজ্ঞানপার্টির সদস্যরা। এ বিষয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হলে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গতকাল শনিবার রাতে ঢাকার আশুলিয়া থেকে অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুজনের কাছ থেকে ১৮ ভরি স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।