সিরাজগঞ্জে অস্ত্র মামলায় এক জনের যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত গোপাল চন্দ সূত্রধরকে আজ আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। ছবি : এনটিভি

সিরাজগঞ্জের বেলকুচিতে অস্ত্র মামলায় গোপাল চন্দ সূত্রধরকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জের যুগ্ম দায়রা জজ প্রথম আদালতের বিচারক তানভীর আহমেদ আসামির উপস্থিতিতে এই কারাদণ্ড প্রদান করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) রফিকুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত গোপাল চন্দ সূত্রধর বেলকুচি উপজেলার দৌলতপুর মিস্ত্রিপাড়ার বাসিন্দা।

মামলার বিবরণ থেকে জানা যায়, গোপাল চন্দ্র সূত্রধর অস্ত্র ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরি করে বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে ২০২০ সালের ২৮ আগস্ট সকালে বেলকুচি উপজেলার চরনবীপুর কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে গোপালকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারের সময় গোপালের কাছ থেকে দেশীয় তৈরি আটটি পাইপগান জব্দ করা হয়। এ ঘটনায় বেলকুচি থানায় অস্ত্র আইনে মামলা করা হয়।

মামলায় দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ রায় ঘোষণা করলেন। সেখানে গোপালকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।