সিরাজগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তারকৃত ফজলু বিশ্বাস। ছবি : এনটিভি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি রিভলবার, একটি শাটারগান, একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলিসহ ফজলু বিশ্বাস (৪৬) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রোববার রাত ১২টার দিকে উপজেলার বাঘাবাড়ি ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ সোমবার দুপুরে তাকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ফজলু বিশ্বাস রাজবাড়ির পাংশা থানার চর আফড়ার গ্রামের বাসিন্দা।

শাহজাদপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ব্রিজ এলাকা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলিসহ ফজলু বিশ্বাসকে গ্রেপ্তার করে র‌্যাব-১২। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ দুপুরে শাহজাদপুর থানায় গ্রেপ্তারকৃতকে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার ফজলু বিশ্বাসের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে শাহজাদপুর থানায় মামলা করা হয়েছে।

গ্রেপ্তার ফজলু বিশ্বাসের বিরুদ্ধে রাজবাড়ী জেলার পাংশা থানাসহ বিভিন্ন এলাকায় হত্যা, লাশ গুম, গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর, নারী ও শিশু অপহরণ, চাঁদাবাজি, চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোস্তাফিজুর রহমান।