সিরাজগঞ্জে আদিবাসী নারীর শ্লীলতাহানির অভিযোগে আনসার সদস্য গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জের শাহজাদপুরে আদিবাসী নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তারকৃত মাহবুব আলম। ছবি : এনটিভি

সিরাজগঞ্জের শাহজাদপুরে আদিবাসী নারীকে শ্লীলতাহানির অভিযোগে মাহবুব আলম নামের এক আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে মাহবুব আলমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে আজ ভোরের দিকে জেলার তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত মাহবুব আলম (৩৮) শাহজাদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত।

পুলিশ জানায়, গত ২২ জুন রাতে ওই আদিবাসী নারী নিজ ঘরে ঘুমিয়েছিলেন। রাত ১টার দিকে আনসার সদস্য মাহবুব আলম ওই  নারীর ঘরে প্রবেশ করে তার শ্লীলতাহানি করে। এ সময় তাঁর চিৎকারে মা-বোনসহ আশপাশের লোকজন ছুটে এসে মাহবুবকে আটক করে গণপিটুনি দেয়। পরে শাহজাদপুর উপজেলা আনসার ক্যাম্প থেকে তার সহকর্মীরা এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

এ ঘটনায় গতকাল বুধবার বিকেলে ওই আদিবাসি নারী বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা করেন। আজ ভোরের দিকে তাড়াশ উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মাহবুবকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ব্যাপারে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান বলেন, ‘আমরা মামলা রেকর্ড করে আসামি মাহবুবকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি।’