সিরাজগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জে তাড়াশ থানা। ছবি : এনটিভি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় জাকিয়া খাতুন (২০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে তাঁর লাশ উদ্ধারের পর আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

নিহত গৃহবধূ জাকিয়া সুলতানা তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কর্ণঘোষ গ্রামের রাশিদুল ইসলামের স্ত্রী ও একই ইউনিয়নের আড়ংগাইল গ্রামের জাফর আলীর মেয়ে।

নিহত জাকিয়ার পরিবারের বরাত দিয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, প্রায় এক বছর আগে জাকিয়া সুলতানার সঙ্গে রাশিদুল ইসলামের বিয়ে হয়। রাশিদুল বেশিরভাগ সময় কাজের জন্য বাইরে থাকায় জাকিয়ার শ্বশুর-শাশুড়ি তাঁকে বিভিন্ন অজুহাতে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে জাকিয়ার সঙ্গে শ্বশুরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শ্বশুর-শাশুড়ি মিলে তাঁকে নির্যাতন করলে তাঁর মৃত্যু হয়। পরে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে শ্বশুরবাড়ির লোকজন।

ওসি মাহবুবুল আলম আরো জানান, জাকিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জাকিয়ার বাবা বাদী হয়ে মামলা করেছেন।