সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা হত্যা : বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহসম্পাদক এনামুল হক বিজয় হত্যা মামলার অন্যতম আসামি জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আল-আমিনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার থেকে গতকাল সোমবার রাতে আল-আমিনকে গ্রেপ্তার করা হয়।
নিহত বিজয় সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহসম্পাদক ও কামারখন্দ সরকারি হাজি কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখার সভাপতি ছিলেন।
সিরাজগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্রলীগ নেতা বিজয় হত্যা মামলায় আল-আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
গত ২৬ জুন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ আয়োজিত প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের স্মরণসভা ও দোয়া মাহফিলে যোগদানের পথে শহরের বাজার স্টেশন এলাকায় ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয়কে কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নয় দিন পর মৃত্যু হয় তাঁর। হামলার ঘটনায় তাঁর বড় ভাই রুবেল বাদী হয়ে আল-আমিনসহ ১০ থেকে ১২ জনের নামে সদর থানায় মামলা করেন।