সিরাজগঞ্জে ছেলের হাতে বাবা খুন
সিরাজগঞ্জের শাহজাদপুরে সম্পত্তির ভাগাভাগি নিয়ে পারিবারিক দ্বন্দ্বে ছেলের হাতে খুন হয়েছেন বাবা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কায়েমপুর ইউনিয়নের সরাতৈল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবা সাখাওয়াত হোসেন (৪৫) ওই গ্রামের মৃত ইসহাক মোল্লার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. মমিন আলী জানান, দীর্ঘদিন ধরে সাখাওয়াত হোসেন, ছোট ছেলে রাকিবকে একটি সিএনজিচালিত অটোরিকশা কিনে দেওয়ায় বড় ছেলে রুবেলের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। এর পরিবর্তে বড় ছেলেকে চারটি গরু দেওয়ার পরও ছেলের বউ আল্পনা খাতুন মেনে না নিয়ে ক্ষুব্ধ হন। এর ফলে প্রতিনিয়তই ঝগড়া বিবাদ লেগে থাকে। এরই অবস্থায় আজ বৃহস্পতিবার সাখাওয়াতের বড় ছেলে রুবেল ও তার স্ত্রী আল্পনা খাতুন কথা কাটাকাটির একপর্যায়ে কাঠের পিঁড়ি দিয়ে এলোপাথাড়ি আঘাত করেন। এ সময় ছোট ছেলে রাকিব ও প্রতিবেশিরা এগিয়ে এসে সাখাওয়াতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
এদিকে সাখায়াতের স্ত্রী রেবা খাতুনের দাবি, ‘ছেলে রুবেলের স্ত্রী আল্পনা খাতুন এবং ছেলের শ্বশুর সম্মিলিতভাবে হত্যা করেছে আমার স্বামীকে।’
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত সাখাওয়াতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য সকালে হাসপাতালে পাঠানো হবে।