সিরাজগঞ্জে জাল টাকাসহ ইউপি সদস্য ও তার তিন সহযোগী গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাল টাকাসহ গ্রেপ্তার হাটিকুমরুল ইউপির সদস্য ও তার তিন সহযোগী। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাল টাকাসহ হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছেন র‍্যাব ১২-এর সদস্যরা। আজ বুধবার দুপুর ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন র‍্যাব ১২-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) জন রানা।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—উল্লাপাড়ার হাটিকুমরুল ইউপির সদস্য মোহাব্বত হোসেন শামীম, উপজেলার খাসচর জামালপুর গ্রামের জিয়াউর রহমান, অলিপুর গ্রামের সুলতান প্রামাণিক ও আলী আকবর।

গ্রেপ্তারকৃতরা বিভিন্ন এলাকায় জাল টাকার নোট লেনদেন করে আসছিলেন—প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য স্বীকার করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে উল্লাপাড়ার দরবেশপাড়ায় অভিযান চালিয়ে র‍্যাব সদস্যরা দুই হাজার জাল টাকাসহ তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন এবং ২৭ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতসহ তাদের উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।