সিরাজগঞ্জে জেএসসি পরীক্ষা দেখতে গিয়ে স্কুলছাত্র নিহত

Looks like you've blocked notifications!
(কাজীপুর থানা গেট)

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা দেখতে গিয়ে সিরাজগঞ্জের কাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নুর ইসলাম (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আরমান হোসেন ও স্বপন শেখ নামে আরো দুই স্কুলছাত্র আহত হয়।

নিহত নুর ইসলাম সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের সরাতৈল গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং সরাতৈল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

সরাতৈল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, জেএসসি পরীক্ষায় সরাতৈল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কাজীপুরের বিভিন্ন স্কুলে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা দেখতে নুর ইসলামসহ বিদ্যালয়ের তিন ছাত্র মোটরসাইকেলে কাজীপুরে যাচ্ছিল। তারা সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কের পলাশবাড়ী এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে নুর ইসলাম, আরমান ও স্বপন গুরুতর আহত হয়।

আহতদের মধ্যে নুর ইসলামকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। আরমান হোসেন ও স্বপন শেখকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।