সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে নারী নিহত
সিরাজগঞ্জের সলঙ্গায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১৫ জন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে সলঙ্গা থানাধীন চড়িয়া এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের উদ্ধার করে সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মঞ্জিল হক বলেন, ‘আজ শুক্রবার সকালে ঢাকা থেকে একটি ট্রাক যাত্রী নিয়ে রাজশাহীতে যাচ্ছিল। ট্রাকটি সলঙ্গা থানাধীন চড়িয়া নামক স্থানে পৌঁছালে খড়বোঝাই অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। এ সময় আহত হন অন্তত ১৫ যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করা হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।