সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে
পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে দেশের উত্তর ও দক্ষিণবঙ্গগামী যাত্রীরা বাড়ি ফিরতে শুরু করার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। এ ছাড়া ঈদের আগে দ্রুততার সঙ্গে পর্যাপ্ত পণ্য সরবরাহের তাড়াও রয়েছে। একারণেও গাড়ির চাপ বাড়ছে।
মহাসড়কের কিছু পয়েন্টে থেমে থেমে যানবাহন চলাচল করছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল নাগাদ একই চিত্র দেখা গেছে। ঈদ যত ঘনিয়ে আসবে, যানবাহনের চাপ ততই বাড়তে থাকবে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক আলী জানান, গতকাল বুধবার রাত থেকেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। পাচলিয়া, ঝাঐল ওভারব্রিজ, মফিজমোড় ও কোনাবাড়ি এলাকায় মহাসড়ক কিছুটা সরু হওয়ায় সাময়িক কিছু যানজট সৃষ্টি হয়েছিল। পুলিশি তৎপরতায় স্বাভাবিকভাবেই এই মহাসড়কে যানবাহন চলাচল করছে।