সিরাজগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল তিন কৃষকের

Looks like you've blocked notifications!

সিরাজগঞ্জের শাহজাদপুর, উল্লাপাড়া ও কাজীপুর উপজেলায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। আজ মঙ্গলবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন জেলার শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামের নেফাজ সরকারের ছেলে নজরুল ইসলাম (৪৮), উল্লাপাড়া উপজেলার কয়ড়া গ্রামের আলীর ছেলে আতিক হাসান (৩২) ও কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের পূর্ব জজিরা গ্রামের কাইচা মণ্ডলের ছেলে ফরিদ উদ্দীন (৫০)।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. শামসুজ্জোহা জানান, দুপুরে জমি থেকে খড় আনতে যান নজরুল ইসলাম। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, বিকেলে নিজের জমিতে কৃষিকাজ করছিলেন আতিক হাসান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

কাজীপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দীন জানান, বিকেলে চরাঞ্চলের খেয়াঘাট এলাকায় নৌকা থেকে খো-খাদ্যের খড় নামাচ্ছিলেন কৃষক ফরিদ উদ্দীন। এ সময় বৃষ্টির সঙ্গে ঝড় শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান।