সিরাজগঞ্জে বাসচাপায় ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ আহত ৪

নির্বাচনি প্রচারণা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থীসহ চারজন। আহতদের সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কে কামারখন্দ উপজেলার কুটিরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক (৫২), ভদ্রঘাট ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন (৩৫), ছাত্রলীগ নেতা সিয়াম (২৬) ও অটোরিকশা চালক দুলাল হোসেন (৪২)।
ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টি এম মোস্তফা জয় বলেন, ‘চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেকসহ তিনজন বানিয়াগাঁতীতে একটি নির্বাচনি প্রচারণা শেষে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। তারা কুটিরচর এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দেয়। এতে চেয়ারম্যান প্রার্থীসহ অটোরিকশার চারজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, ‘গাইবান্ধা থেকে ঢাকাগামী সোনালি পরিবহণের একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।