সিরাজগঞ্জে বাস-লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুজনের, আহত ১০

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জের কামারখন্দের কোনাবাড়িতে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ছবি : এনটিভি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়িতে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের মধ্যে ছয় জনকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের এক জনের পরিচয় পাওয়া গেছে। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার শাকিল হোসেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, রাতে ঢাকা থেকে গাজীপুর পরিবহণ লিমিটেডের একটি বাস উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিল। বাসটি কোনাবাড়ি এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও এক জনের মৃত্যু হয়।

কামারখন্দ ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল আওয়াল বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।