সিরাজগঞ্জে বিদেশফেরত ১২ জন হোম কোয়ারেন্টিনে

Looks like you've blocked notifications!

সিরাজগঞ্জে বিদেশফেরত ১২ জনকে হোম কোয়ারেন্টিনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। আগামী ১৪ দিন তাদের বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোয়ারেন্টিনে থাকা সবাই পুরুষ বলে জানা গেছে।

স্বাস্থ্য বিভাগ থেকে প্রতিদিন তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। কেউ নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথাও বলা হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে নিজ বাড়িতে তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন জাহিদুল ইসলাম।

সিভিল সার্জন বলেন, ‘বিদেশফেরত লোকজনের বিষয়ে সতর্ক রয়েছে স্বাস্থ্য বিভাগ। সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালসহ জেলার নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৬৩ বেডের আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। সচেতনতার জন্য মাইকিং, লিফলেট বিতরণ করা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদকে প্রধান করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।’