সিরাজগঞ্জে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া মুন্সি। ছবি : সংগৃহীত

বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া মুন্সিকে দল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

আজ শনিবার দুপুরে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল-আমিন তালুকদার ও সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাজু স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন পরিপন্থি কাজের সঙ্গে জড়িত অভিযোগ এনে সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক স্থায়ী পদ সহসাধারণ সদস্য পদ থেকে জিয়াউর রহমান জিয়া মুন্সিকে স্থায়ী বহিষ্কার করে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।

আগামী ৫ জানুয়ারি সিরাজগঞ্জ সদর উজেলার ৮ নম্বর কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে জিয়াউর রহমান জিয়া মুন্সি (চশমা প্রতীক), সাংবাদিক আব্দুস সামাদ সায়েম (মোটরসাইকেল প্রতীক), শফিকুল ইসলাম (নৌকা প্রতীক) ও টি.এম শাহাদত হোসেন ঠাণ্ডু (আনারস প্রতীক) চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।