সিরাজগঞ্জে ভেজাল ঘি তৈরির কারখানা জব্দ, জেল-জরিমানা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে বিপুল ভেজাল ঘি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ব্যবসায়ী সুজন কুমারকে পাঁচ হাজার টাকা জরিমানা ও ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উল্লাপাড়া উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক শহিদুল ইসলাম রন্টু বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাতে উল্লাপাড়া পৌর এলাকার ঘোষগাতি মহল্লার ঘি ব্যবসায়ী সুজন কুমারের বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ব্যবসায়ী সুজন এ সময় ভেজাল ঘি তৈরি করছিলেন। তাঁকে হাতেনাতে আটক করা হয়। জব্দ করা হয় ঘি তৈরিতে ব্যবহৃত ৩৬০ কেজি ডালডা, ৩৫০ কেজি পামওয়েল, রং, কেমিক্যাল ও ৪২ মণ ভেজাল ঘি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ লাখ টাকা।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান ঘি ব্যবসায়ী সুজন কুমারকে জরিমানা ও কারাদণ্ড দেন। জব্দকৃত ঘি ও ব্যবহৃত কাঁচামাল জনসমক্ষে ধ্বংস করা হয়।
অভিযানে পৌর সেনেটারি ইনস্পেক্টর আলী আহমদ রতন ও উল্লাপাড়া মডেল থানার পুলিশ উপস্থিত ছিল।