সিরাজগঞ্জে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি

সিরাজগঞ্জে মাদক মামলায় রহিমা আক্তার ওরফে হারানীকে (৬২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ফেনসিডিল রাখার দায়ে তাকে তিন বছরের কারাদণ্ড, একই সঙ্গে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির আজ মঙ্গলবার এই রায় দেন।  আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম রায়ের তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত হারানী সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার বাসিন্দা ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৬ আগস্ট দুপুরে মাহমুদপুর মহল্লায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৭ গ্রাম হেরোইন ও ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সদর থানায় মামলা হয়।

৯ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।