সিরাজগঞ্জে মিটার-ট্রান্সফরমার ‘চোরচক্রে’র পাঁচ সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জের প্রত্যন্ত এলাকার বৈদ্যুতিক খুঁটি থেকে মিটার ও ট্রান্সফরমার চুরির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় গতকাল সোমবার রাতভর অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। অভিযানে চোরাই ট্রান্সফরমার, ধাতব কয়েলসহ প্রায় অর্ধলক্ষ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরো জানায়, এ ঘটনায় ওই পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁদের সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উল্লাপাড়া উপজেলার নয়ানগাঁতী গ্রামের ইউনুছ আলী (৪৮) ও রাজিব (২৪), চরশ্রীফলগাঁতী গ্রামের জিলিম (৫৫), গুচ্ছগ্রামের জলিল (৫৫) ও নেওয়ারগাছা গ্রামের আরশাদ (৫৪)।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, সিরাজগঞ্জের প্রত্যন্ত এলাকার বৈদ্যুতিক খুঁটি থেকে মিটার ও ট্রান্সফরমার চুরি করে দেশের বিভিন্ন এলাকার চোরাইবাজারে বিক্রি করে আসছিল একটি সংঘবদ্ধ চোরের দল। এই তথ্যের ভিত্তিতে সোমবার রাতভর উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের পাঁচ সদস্যকে আটক করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে চোরাইকৃত ট্রান্সফরমার, ধাতব কয়েলসহ প্রায় অর্ধলক্ষ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়েছে।