সিরাজগঞ্জে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূর যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জে শাশুড়িকে হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি নজিরন বেগম। ছবি : এনটিভি

সিরাজগঞ্জের সলঙ্গায় শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ নজিরন বেগমকে (৩৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ আদেশ দেন। জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত নজিরন বেগম সলঙ্গা থানার নাইমুড়ী গ্রামের শাহ আলমের স্ত্রী।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সলঙ্গা থানার নাইমুড়ী গ্রামের শাহ আলমের সঙ্গে নজিরন বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে নজিরন বেগমের শাশুড়ি আমেনা বেগমের বনিবনা হচ্ছিল না। বিভিন্ন সময় দুজনই ঝগড়ায় লিপ্ত থাকতেন। এ অবস্থায় পুত্রবধূ নজিরন বেগম শাশুড়ি আমেনা বেগমকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা মোতাবেক ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর বাড়িতে কেউ না থাকার সুযোগে নজিরন বেগম তাঁর শাশুড়িকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ছেলে সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলায় ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত নজিরন বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।