সিরাজগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় গাছচাপা, যাত্রী নিহত
সিরাজগঞ্জের কামারখন্দে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার উপর গাছচাপায় শরীফুল ইসলাম (৪৫) নামের এক যাত্রী নিহত ও চালকসহ দুইজন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরীফুলের বাড়ি উল্লাপাড়া উপজেলার তেতুলিয়া গ্রামে। আহত চালক হবি মোল্লা কামারখন্দ উপজেলার চৌবাড়ি গ্রামের ও আরেক যাত্রী আশরাফুল সরকার বেলকুচি উপজেলার বেলুয়াকান্দি গ্রামের বাসিন্দা।
কামারখন্দ ফায়ার সার্ভিস স্টেশন লিডার হামিদুল ইসলাম বলেন, ‘আজ বিকেলে ঝড়ের সময় বেলকুচি থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা কামারখন্দে আসছিল। আটোরিকশাটি কামারখন্দ কৃষি কারিগরি কলেজ এলাকায় পৌঁছলে ঝড়ে উপড়েপড়া একটি গাছের নিচে চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অটোচালক হবি মোল্লা, যাত্রী আশরাফুল সরকার ও শরীফুলকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় অটোযাত্রী শরীফুল ইসলামের মৃত্যু হয়।