সিরাজগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণ : আরো একজনকে ঢাকায় প্রেরণ
সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের সাতজন দগ্ধ হওয়ার ঘটনায় গুরুতর আহত পায়েল হোসেনকে (১৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে পায়েলকে সেখানে পাঠানো হয় বলে জানিয়েছেন সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক (ইএমও) রোকন উদ্দিন।
এ নিয়ে এ ঘটনায় দুজনকে ঢাকায় পাঠানো হলো। এর আগে রোববার রাতেই পায়েল হোসেনের বড় ভাই সাইদুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
গত রোববার রাত ৮টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের দুখিয়া গ্রামে সানোয়ার হোসেনের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন বাড়ির মালিক সানোয়ার হোসেন (৫০), স্ত্রী লিলি খাতুন (৪০), তাঁদের ছেলে সাইদুল ইসলাম (৩০) ও পায়েল হোসেন (১৫), সাইদুলের দেড় বছর বয়সী মেয়ে সুমাইয়া খাতুন, নূর আলমের মেয়ে নাজিরা খাতুন (১৮) ও মুকুল শেখের ছেলে মেহেদী হাসান (১০)।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন।