সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

Looks like you've blocked notifications!
(জেলা দায়রা জজ আদালতের ছবি) ছবি : এনটিভি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় স্ত্রী হত্যার দায়ে স্বামী সোনাতন চন্দ্র ভৌমিককে (৫৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ কারাদণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত সোনাতন চন্দ্র ভৌমিক জেলার উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া মালিপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে সোনাতন চন্দ্র ভৌমিক পরিবারে পলাতক।

আদালতের বিশেষ পিপি শেখ আবদুল হামিদ লাভলু ও এপিপি আনোয়ার পারভেজ লিমন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে, ১৯৮৭ সালে সোনাতন চন্দ্র ভৌমিককের সঙ্গে বিয়ে হয় পার্শ্ববর্তী কামারখন্দ উপজেলার চাঁদপুর গ্রামের হরিপদ দের মেয়ে স্বপ্না রানী দের। বিয়ের সময় দাবীকৃত এক লাখ টাকা যৌতুকের মধ্যে ৬০ হাজার টাকা পরিশোধ করা হয়। বাকি ৪০ হাজার টাকা যৌতুকের জন্য সোনাতন তাঁর স্ত্রীকে নির্যাতন করতেন। এরই জেরে ২০০১ সালের ২ আগস্ট স্বপ্নাকে মারপিট করে এবং  গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় স্বপ্নার মা রাজু বালা দে বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এ রায় দেন।