সিরাজগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ২৪ ঘণ্টায় ২৮জনকে জরিমানা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি

সিরাজগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় গত ২৪ ঘণ্টায় ২৮ জনকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। চারটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৮টি মামলায় পাঁচ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

জেলার কাজীপুর, কামারখন্দ, শাহজাদপুর, উল্লাপাড়া, সদর, রায়গঞ্জ, তাড়াশ উপজেলায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার জেলা প্রশাসনের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সহকারি কমিশনার কুরশিয়া আকতার এ তথ্য নিশ্চিত করে করোনার ঊর্ধ্বগতি রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।‘

এদিকে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়েছে ৮৬ জন নারী পুরুষ। ২১৯টি নমুনা পরীক্ষায় ৮৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।