সিরাজগঞ্জে সড়কে ঝরল ২ প্রাণ

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের দবিরগঞ্জ এলাকায় দুর্ঘটনাস্থলে এলাকাবাসী। ছবি : এনটিভি

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নসিমনের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচজন আহত হয়েছেন। আজ রোববার বিকেলে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের দবিরগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন পাবনার চাটমোহর উপজেলার শাহিকোলা গ্রামের ঠাণ্ডু মিয়া (৪৫) ও একই গ্রামের আব্দুস সামাদ (৪০)। তাঁরা গরুর ব্যাপারী। সলঙ্গার গরুর হাট থেকে গরু কিনে তাঁরা বাড়ি ফিরছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল করিম বলেন, বিকেলে রাজশাহী থেকে ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের দবিরগঞ্জ এলাকায় একটি নসিমনকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই নসিমনের দুই যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন পাঁচজন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।