সিরাজগঞ্জে সড়কে প্রাণ গেল শিশুসহ তিনজনের
সিরাজগঞ্জের কামারখন্দ, তাড়াশ ও সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছে।
গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে কামারখন্দে, আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালকুলা বাজারে এবং দুপুর ১২টার দিকে সদর উপজেলার ক্রসবাঁধ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কামারখন্দ উপজেলার রসুলপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে জহুরুল ইসলাম (২৩), তাড়াশের নওগাঁ ইউনিয়নের মালিপাড়ার আয়নাল হোসেনের ছেলে তোহা হোসেন (৫) এবং সদর উপজেলার বেলটিয়ার চরের আল-আমিনের ছেলে সেরাজুল ইসলাম (১৮)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, সোমবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সিরাজগঞ্জের তাড়াশের খালকুলা বাজারে মহাসড়ক পার হওয়ার জন্য বাবার হাত ধরে দাঁড়িয়ে ছিল তোহা। হঠাৎই বাবার হাত ছেড়ে দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে দ্রুতগামী একটি ওষুধবাহী কাভার্ডভ্যান শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে তার পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে যায়।
অপরদিকে, গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে জেলার কামারখন্দ উপজেলার জামতৈল বাজার থেকে অটোভ্যানে বালি নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন জহুরুল ইসলাম। রাস্তায় কর্ণকয়েলগাতি এলাকায় ভ্যানটি উল্টে চাপা পড়েন তিনি। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মারা যান তিনি।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম জানান, আজ দুপুর ১২টার দিকে সদর উপজেলার কালিয়াহরিপুরের ৪ নং ক্রসবাঁধ এলাকায় বালুবাহী একটি ট্রাকের ধাক্কায় সেরাজুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাঁকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।