সিরাজগঞ্জে ১১২ জনকে জরিমানা

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নয়টি মোবাইল কোর্ট শনিবার বিভিন্ন স্থানে অভিযান চালায়। ছবি : এনটিভি

অকারণে রাস্তায় ঘোরাঘুরি, স্বাস্থ্যবিধি মেনে না চলায় এবং সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখার দায়ে সিরাজগঞ্জে ১১২ ব্যক্তিকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের গঠিত করোনা সেলের দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি এনটিভি অনলাইনকে বলেন, শনিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নয়টি মোবাইল কোর্ট জেলার রায়গঞ্জ, তাড়াশ, উল্লাপাড়া, বেলকুচি, চৌহালী, শাহজাদপুর, কামারখন্দ ও সদর উপজেলায় অভিযান চালায়। অভিযান চলাকালে অকারণে রাস্তায় ঘোরাঘুরি, স্বাস্থ্যবিধি মেনে না চলায় এবং সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ৭৪টি মামলায় ১১২ ব্যক্তিকে ৪৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।