সিরাজগঞ্জে ১৯ জেলের কারাদণ্ড
সিরাজগঞ্জের চৌহালীতে নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মাছ ধরার অপরাধে ১৯ জেলেকে ৩০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার চৌহালী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন এই কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—শাহদাত হোসেন, মুছা শেখ, হাসান আলী, পারভেজ, আলী আকবর, সলেমান হোসেন, সবুর, সেলিম, মোকাদ্দেস আলী, মনিরুল ইসলাম, আমির হোসেন, জুয়েল খান, আশরাফুল ইসলাম, আওয়াল মণ্ডল, বাবু শেখ, সবুজ শেখ, হাফিজুল ইসলাম, ইয়াকুব আলী ও আবুল হোসেন।
চৌহালী উপজেলার নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন বলেন, ‘মা ইলিশ রক্ষায় যমুনা নদীর চৌহালী অংশে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে ১৯ জেলে আটক হয়। এ সময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ১৩ কেজি মাছ জব্দ করা হয়। পরে ১৯ জেলের প্রত্যেককে ৩০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। এরপর জব্দকরা জাল আগুনে পুড়িয়ে ফেলা হয় ও মাছ এতিমখানায় বিতরণ করা হয়।’
অভিযানে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক, রাজশাহী বিভাগীয় উপপরিচালক আব্দুর রউফ, জেলা মৎস্য কর্মকর্তা শাহীনুর ইসলাম উপস্থিত ছিলেন।