সিরাজগঞ্জে ৩৩ জন কোয়ারেন্টিনে

Looks like you've blocked notifications!

সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় বিদেশ থেকে আসা আরও ১২জনকে হোম কোয়ারেন্টিনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলার পাঁচটি উপজেলায় মোট ৩৩ জনকে পর্যবেক্ষণে রাখা হলো।

সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, গত তিন দিনে জেলায় মোট ৩৩ জন প্রবাসী দেশে ফিরেছেন। এদের মধ্যে বেলকুচির ১২, উল্লাপাড়া ১১, রায়গঞ্জের ৪, সদরে ৫ ও  কাজীপুর এক রয়েছেন।  এদের সবাইকে আগামী ১৪ দিন ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। কেউ নির্দেশনা না মানলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, করোনা ঝুঁকি এড়াতে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালসহ জেলার নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৬৫টি আইসোলেশন বেড স্থাপন করা হয়েছে।