সিলেটের পরিবেশ অধিদপ্তরের পরিচালকের বিরুদ্ধে দুদকে অভিযোগ

Looks like you've blocked notifications!
দুদক সিলেট কার্যালয়ে অভিযোগ দাখিল করে আইনজীবীসহ বেরিয়ে আসছেন পাথর ব্যবসায়ী মদরিছ আলী। ছবি : এনটিভি

সিলেটে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজ এখতিয়ার বহির্ভূত কাজ করে পাথর ব্যবসায়ীদের প্রায় সাড়ে ২৫ কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে পরিবেশ অধিদপ্তরের পরিচালকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছেন এক পাথর ব্যবসায়ী।

আজ  রোববার বিকেলে ব্যবসায়ীর লিখিত অভিযোগ গ্রহণ করেন দুদক সিলেটের উপপরিচালক মো. নূর-ই-আলম। অভিযোগ করেন লাকী এন্টারপ্রাইজ নামক একটি পাথর ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. মদরিছ আলী।

মদরিছ আলী অভিযোগে উল্লেখ করেন, সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন গত ১০ জুলাই থেকে অভিযোগ দাখিল পর্যন্ত অভিযোগকারীসহ চার শতাধিক পাথর ব্যবসায়ীর লোভাছড়া এলাকায় ডাম্পিং করা পাথর জব্দ করে ২৫ কোটি ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতিসাধন করেছেন।

দুদক সিলেটের উপপরিচালক মো. নূর-ই-আলম জানান, একজন পাথর ব্যবসায়ী মদরিছ আলী বিকেল সাড়ে ৩টার পর দুদক সিলেট অফিসে এসে একটি অভিযোগ দাখিল করেছেন। এ অভিযোগ গ্রহণ করে বাছাই কমিটিতে পাঠানো হবে। তারপর নেওয়া হবে আইনগত পদক্ষেপ।