সিলেটে বাসশ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ২০ 

Looks like you've blocked notifications!

সিলেটে কল‍্যাণ তহবিলের টাকা নিয়ে বাসশ্রমিকদের দুপক্ষের মধ‍্যে ঘণ্টাব‍্যাপী সংঘর্ষে পুলিশসহ ২০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ ও র‍্যাব গুলি-টিয়ারশেল নিক্ষেপ করে বিকেল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, ‘বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সহসভাপতি ও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের বিরুদ্ধে আন্দোলন নিয়ে কয়েকদিন ধরে বিরাজ করছিল উত্তেজনা। এ উত্তেজনা থেকে পরিবহন শ্রমিকদের দুটি পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ থামাতে পুলিশ গুলি ও র‌্যাব টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে।’

জানা গেছে, শ্রমিকদের কল্যাণ তহবিলের প্রায় দুই কোটি টাকা সেলিম আহমদ ফলিক আত্মসাৎ করেছেন বলে অভিযোগ ওঠে। এ টাকার কোনো হিসাবও তিনি দিতে পারছিলেন না। এর প্রতিবাদে আজ বেলা ১টার দিকে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে ফলিকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে শ্রমিকরা।

পরে ফলিকের অনুসারী শ্রমিকরা আন্দোলনরতদের সরে যেতে বললে কদমতলী বাস টার্মিনাল এলাকায় উভয়পক্ষের মধ‍্যে সংঘর্ষ শুরু হয়। ঘণ্টাব‍্যাপী সংঘর্ষে ২০ জন আহত হয়। বিকেল ৫টার পর পুলিশ র‍্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা বলেন, ‘সংঘর্ষ থামানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের মধ্যে আছে। ক্ষয়ক্ষতির পুরো হিসাব জানা যায়নি এখনো।’