সিলেটে মৃত্যুবরণকারী প্রবাসী নারীর নমুনা নেবে আইইডিসিআর
সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে মৃত্যুবরণকারী যুক্তরাজ্যপ্রবাসী নারীর মুখের লালাসহ অন্যান্য নমুনা আজ রোববার সংগ্রহ করবে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
এ তথ্য নিশ্চিত করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, যুক্তরাজ্যপ্রবাসী ওই নারীর মৃত্যুর বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে। তিনি জানান, ওই নারী গত ৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ দেখা দেওয়ায় গত ২০ মার্চ তাঁকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে রাখা হয়।
আইইডিসিআরের প্রক্রিয়া অনুযায়ী নারীর দাফন হবে বলেও জানান হিমাংশু লাল রায়। বার্তা সংস্থা ইউএনবির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬১ বছর বয়সী ওই নারী মারা যান।
যুক্তরাজ্যফেরত ওই নারীর বাসা সিলেট নগরীর শামীমাবাদ আবাসিক এলাকায় বলে জানা গেছে।
এর আগে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দ্বিতীয় মৃত্যুর কথা জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। গতকাল শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এ ছাড়া নতুন করে আরো চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলেও জানানো হয়। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ২৪ জনে দাঁড়াল। এঁদের মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে আইইডিসিআরে করোনা শনাক্ত করতে নয়টি মেশিন আছে। আরো সাতটি মেশিন আনা হয়েছে। আটটি জায়গায় এসব মেশিন স্থাপন করা হবে, যাতে সেসব জায়গা থেকে করোনাভাইরাসের পরীক্ষা করা যায়।